Hemant Soren: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ চম্পইয়ের, বর্তমান মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেই ফের ঝাড়খণ্ডের কুর্সিতে হেমন্ত সোরেন
গত ২৮ জুন ঝাড়খণ্ডের বীরসা মুন্ডা জেল থেকে জামিনে মুক্তি পান হেমন্ত সোরেন। হেমন্তকে গত ৩১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন।
দিল্লি, ৩ জুলাই: জমি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী জামিন পেয়ে জেলের বাইরে বের হলে, ফের এই রাজ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জোর কদমে। হেমন্ত সোরেনের জামিনে মুক্তির পর ফের তনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এসবের মাঝে বুধবার বিকেলে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পই সোরেন সে রাজ্যের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে চম্পই মুখ্যমন্ত্রী পদে নিজে ইস্তফা দিতে পারেন বলে খবর।
গত ২৮ জুন ঝাড়খণ্ডের বীরসা মুন্ডা জেল থেকে জামিনে মুক্তি পান হেমন্ত সোরেন। হেমন্তকে গত ৩১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। হেমন্তের ইস্তফার পর সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রিত্বের শপথ নেন চম্পই। এবার হেমন্ত ফেরায় ফের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের বিশ্বাসভাজন এই নেতা।