Hemant Soren: বুধ সন্ধ্যায় চম্পই ইস্তফা দিতেই ফের ঝাড়খণ্ডের কুর্সিতে বসছেন হেমন্ত সোরেন, শপথ ৭ জুলাই

৫ মাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ছিলেন চম্পই সোরেন। হেমন্ত সোরেন জামিন পেয়ে জেল থেকে বের হতেই শপথ গ্রহণের ৫ মাসের মাথায় ফের ইস্তফা দিচ্ছেন চম্পই।

Hemant Soren Meets Governor (Photo Credit: Twitter)

রায়পুর, ৪ জুলাই: বুধবার ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পই সোরেন (Champai Soren)।  চম্পই সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর এবার রাজ্যের দায়িত্ব ফের নিতে চলেছেন হেমন্ত (Hemant Soen)। ফলে ইতিমধ্যেই ফের হেমন্ত সোরেনের শপথ নিয়ে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ৭ জুলাই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। জেএমএমের সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য এই খবর প্রকাশ করেন।

আরও পড়ুন: Hemant Soren: দুর্নীতি মামলায় জামিন, চম্পইয়ের ইস্তফায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসছেন হেমন্ত সোরেন

৫ মাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ছিলেন চম্পই সোরেন। হেমন্ত সোরেন জামিন পেয়ে জেল থেকে বের হতেই শপথ গ্রহণের ৫ মাসের মাথায় ফের ইস্তফা দিচ্ছেন চম্পই।

গত ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। ওই সময় চম্পই সোরেনের হাতে যায় ঝাড়খণ্ডের দায়িত্ব। গত ২৮ জুন হেমন্ত বীরসা মুন্ডা জেল থেকে জামিন পেয়ে বের হলে, তাঁকে মুখ্যমন্ত্রিত্বের পথ প্রশস্ত করে ৩ জুলাই সন্ধ্যায় ইস্তফা দেন চম্পই সোরেন।



@endif