Jharkhand: মেঘের মাঝে ঝাড়খণ্ডে হেমন্তই, আস্থা ভোটে জয় সোরেন সরকারের
সব উদ্বেগ কাটিয়ে, কটা দিনের টানটান চিত্রনাট্যের পর অবশেষে গদি বাঁচাতে পারলেন হেমন্ত সোরেন।
রাঁচি, ৫ সেপ্টেম্বর: সব উদ্বেগ কাটিয়ে, কটা দিনের টানটান চিত্রনাট্যের পর অবশেষে গদি বাঁচাতে পারলেন হেমন্ত সোরেন (CM Hemant Soren)। সোমবার রাঁচিতে ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয় পেলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কিছু বিধায়ক হেমন্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছিল। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের মত ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেন-কে ক্ষমতা সরিয়ে দিতে পারবে বিজেপি এমন জল্পনা শুরু হয়।
পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ময়দানে নামেন হেমন্ত। আস্থা ভোটের ক দিন আগে ইউপিএ-র সব বিধায়কদের নিজের সঙ্গে নিয়ে রাঁচি ছাড়েন। তারপর গতকাল, রবিবার বিজেপি-র ধরাছোঁয়ার বাইরে রাখতে ইউপিএ বিধায়কদের নিয়ে পাশের কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে চলে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-বেঙ্গালুরুতে এক নাগাড়ে বৃষ্টিতে ভাসল মানুষ, দেখুন উদ্ধারের ভিডিয়ো
দেখুন টুইট
কটা দিনের চেষ্টা সফল হয় সোরেনের। সোরেন শিবির মজবুত আছে দেখে আস্থা ভোটের আগে ওয়াকআউট করে বিজেপি। আস্থাভোটে জিতে পদ্মশিবিরকে এক হাত নেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অর্থের থেকে নীতির জয় হয়েছে বলে তিনি জানান।