Jharkhand Assembly Elections 2024: 'অনুপ্রেবশ রুখে রুটি, বেটি, মাটি বাঁচাও' ঝাড়খণ্ডে ডাক প্রধানমন্ত্রী মোদীর
ঝাড়খণ্ডের পরিচয় পালটে ফেলার জন্য এক বিশাল ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন মোদী। পাশাপাশি ঝাড়খণ্ডে মুক্তি মোর্চা এবং কংগ্রেস একযোগে অনুপ্রবেশকারীদের এ রাজ্যের বাসিন্দা হিসেবে প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
রাঁচি, ১৩ নভেম্বর: ঝাড়খণ্ডের বিধানসভা (Jharkhand Assembly Elections 2024) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রথম দফার ভোটও চলছে। তার মধ্যে বুধবার দেওঘরের সরথে একটি জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। নরেন্দ্র মোদী বলেন, ঝাড়খণ্ডের অন্যতম সমস্যা অনুপ্রবেশ। এসবের পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে নিয়েও চিন্তা প্রকাশ করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তাই ঝাড়খণ্ডের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে রক্ষার জন্য। আদিবাসী পরিবারগুলিকে রক্ষা করুন বলেও ঝাড়খণ্ডের মানুষের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী।
ঝাড়খণ্ডের পরিচয় পালটে ফেলার জন্য এক বিশাল ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন মোদী। পাশাপাশি ঝাড়খণ্ডে মুক্তি মোর্চা এবং কংগ্রেস একযোগে অনুপ্রবেশকারীদের এ রাজ্যের বাসিন্দা হিসেবে প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: PM Narendra Modi Video: প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্রণামের চেষ্টা নীতীশের, তারপর... দেখুন ভিডিয়ো
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)এবং কংগ্রেসের (Congress) আমলে এ রাজ্যে অনুপ্রবেশকারীদের স্থায়ী বাসিন্দার পরিচয় দেওয়া হয়েছে। এই সব অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের সাধারণ মানুষের চাকরি কেড়েছে। রুটিও খেয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাই এই নির্বাচনে ঝাড়খণ্ডের রুটি যেমন বাঁচাতে হবে, তেমনি রক্ষা করতে হবে মাটি। ঝাড়খণ্ডের মেয়েদেরও নিরাপদে রাখতে হবে বলে মন্তব্য করেন মোদী। বুধের জনসভা থেকে 'রুটি, বেটি, মাটি রক্ষার' ডাক দেন মোদী। বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডের রুটি, বেটি, মাটি রক্ষা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।