Jharkhand Assembly Election 2024: হিন্দু, মুসলিম, অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ নির্বাচনী জনসভায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে কমিশনে ইন্ডিয়া জোট
ঝাড়খণ্ডের জেএমএম সরকারের বিরুদ্ধে তোপ দাগেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, এঁরা অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে আসে। অনুপ্রবেশকারীদের ভোট এই সরকারের প্রয়োজন বলেই তারা ওদের ডেকে নিয়ে আসে বলেও মন্তব্য করেন হিমন্ত।
দিল্লি, ৪ নভেম্বর: হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের (Jharkhand Assembly Election 2024) আগে অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয় ইন্ডিয়া জোটের তরফে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে হাজির হয়ে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের বিষয়ে প্রশ্ন তোলেন। এমনকী মুসলিম সম্প্রদায়ের মানুষ একই জায়গায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। অথচ হিন্দুদের অর্ধেক ভোট একটি জায়গায় পড়ে। বাকি অর্ধেক অন্যত্র পড়ে বলে অভিযোগ করেন হিমন্ত।
হিমন্তর বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে...
এসবের পাশাপাশি ঝাড়খণ্ডের জেএমএম সরকারের বিরুদ্ধে তোপ দাগেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, এঁরা অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে আসে। অনুপ্রবেশকারীদের ভোট এই সরকারের প্রয়োজন বলেই তারা ওদের ডেকে নিয়ে আসে বলেও মন্তব্য করেন হিমন্ত।
ইন্ডিয়া জোটের অভিযোগ...
অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বিষোদগার করা হয় ইন্ডিয়া জোটের তরফে। হিমন্ত যা বলেছেন, তাতে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয় ইন্ডিয়া জোটের সদস্যদের তরফে।