JEE Main Result 2022: জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশ হল, রেজাল্ট জানুন jeemain.nta.nic.in থেকে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) আজ ১১ জুলাই জেইই মেন ২০২২ সেশন ১ (JEE Mains 2022 session 1 Result) পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারেন।

Examination, Representational Image (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ১১ জুলাই: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) আজ ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২২ সেশন ১ (JEE Mains 2022 session 1 Result) পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এনটিএ (NTA)-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারেন।

কীভাবে ফলাফল জানবেন:

এনটিএ ইতিমধ্যেই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শেষ করেছে। সেশন ২ পরীক্ষা নেওয়া হবে ২১-৩০ জুলাই পর্যন্ত। জেইই মেন-র রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী প্রার্থীদের একটি আবেদন ফি দিতে হবে। তবে, সংরক্ষিত বিভাগের জন্য ছাড় রয়েছে।