Jaya Prada: খোঁজ মিলছে না জয়াপ্রদার! নির্দিষ্ট দিনে অভিনেত্রীকে হাজির হতে হবে, কড়া নির্দেশ আদালতের

২০১৯ সালে নির্বাচন চলাকালীন জয়াপ্রদার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপর অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Jaya Prada (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: খোঁজ মিলছে না প্রাক্তন বিজেপি সাংসদ জয়াপ্রদার (Jaya Prada)। কোথায় গেলেন জয়াপ্রদা! শিগগিরই জয়াপ্রদাকে খুঁজে আনতে হবে।  পুলিশকে এমনই নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। আগামী ৬  মার্চের মধ্যে জয়াপ্রদাকে খুঁজে আনার নির্দেশ দেওয়া হল এমপিএমএলএ বিশেষ আদালতের তরফে। ২০১৯ সালে নির্বাচন চলাকালীন জয়াপ্রদার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপর অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও শুনানির সময় হাজির হন বিজেপির (BJP) প্রাক্তন সাংসদ। এরপরই জয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় বলে খবর।

জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়েরের পরও আদালতে হাজির হননি জয়াপ্রদা। এরপরই বিশেষ আদালতের তরফে জয়াপ্রদাকে নিখোঁজ ঘোষণা করা হয় এবং ৬  মার্চের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয় পুলিশকে।