Jammu Kashmir Encounter:ফের উত্তপ্ত কাশ্মীর, সেনার জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
পাশাপাশি এদিন রাজৌরি জেলার লাঠি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ফের অভিযান চালায় সেনা। রাতভর সেখানে তল্লাশি চালায় ভারতীয় সেনা।
নয়াদিল্লিঃ ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর(Jammu Kashmir)। সেনা-জঙ্গি(Terrorists) গুলির লড়াই ফের রক্ত ঝড়ল উপত্যকায়। বুধবার, সেনার(Indian Army) জোড়া অভিযানে নিকেশ তি জঙ্গি। কাশ্মীরে বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা তা আগেই খবর পেয়েছিল ভারতীয় সেনা। এই খবর পেয়েই যৌথ অভিজানে নামে কাশ্মীর পুলিশ(Jammu Kashmir Police) এবং নিরাপত্তা বাহিনী। বুধবার দিনভর কাশ্মীরের বিভিন্ন এলাকায় চলে চিরুনি তল্লাশি। অবশেষে কুপওয়ারের মাচিল ও তাংধর সেক্টরে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনার তরফে জানানো হয়, "গোয়েন্দা সূত্রে কয়েকজন জঙ্গির অনুপ্রবেশের খবর মেলে। এরপর বুধবার রাত থেকে শুরু হয় কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযান।" পাশাপাশি এদিন রাজৌরি জেলার লাঠি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ফের অভিযান চালায় সেনা। রাতভর সেখানে তল্লাশি চালায় ভারতীয় সেনা। রাজৌরি তে রাতভর অভিযান চালানোর পর এক্স্য হ্যান্ডেলে ভারতীয় সেনার তরফে জানানো হয়, "কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর ছিল। সেই খবর পেয়ে আমরা অভিযান চালাই। এদিন রাত সাড়ে ৯টা থেকে শুরু হয় তল্লাশি অভিযানজান।
কাশ্মীরে ভারতীয় সেনার জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি