Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ফের পরিযায়ী শ্রমিক, গুলিবিদ্ধ ১

এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই কাশ্মীরে তৃতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা চালাল জঙ্গিরা।যুবকের হাতে গুলি লাগে।

প্রতীকী ছবি (Photo Credit: ANI)

নয়াদিল্লিঃ ফের রক্তাক্ত উপত্যকা(Jammu Kashmir)। গান্দেরবালের পর এবার জম্মু কাশ্মীরের ত্রালে হামলা চালাল জঙ্গিরা(Terrorist)। বুধবার জঙ্গিদের গুলিতে আহত এক পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, এ দিন ১৯ বছরের এক যুবকের উপরে গুলি চালায় জঙ্গিরা। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর। আহত যুবকের নাম শুভম কুমার (১৯)।উত্তর প্রদেশের বিজনৌরের বাসিন্দা তিনি। পরিযায়ী শ্রমিক হিসাবে জম্মু-কাশ্মীরে কাজ করতে এসেছিলেন তিনি। প্রসঙ্গত, এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই কাশ্মীরে তৃতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা চালাল জঙ্গিরা।যুবকের হাতে গুলি লাগে। অন্যদিকে জঙ্গি হামলার খবর পেয়েই অভিযানে নেমেছে যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে চলছে তল্লাশি অভিযান। চলতি মাসের ২০ তারিখ সোনমার্গের গান্দেরবাল জেলায় সুডঙ্গের কাজ করতে আসা ছয় পরিযায়ী শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তার আগে, ১৮ অক্টোবর বিহারের এক পরিযায়ী শ্রমিককে  জম্মু-কাশ্মীরের  সোপিয়ানে খুন করে জঙ্গিরা। একের পর এক পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় স্বাভাবকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ফের পরিযায়ী শ্রমিক, গুলিবিদ্ধ ১