Jammu And Kashmir: সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের, শহিদ ২ ভারতীয় জওয়ান; জখম ৪

জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir) সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানি (Pakistan) সেনার। শহিদ ভারতীয় সেনার ২ জওয়ান। জখম হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।

ফাইল ফোটো (Photo Credits: IANS)

শ্রীনগর, ১ অক্টোবর: জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir) সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানি (Pakistan) সেনার। শহিদ ভারতীয় সেনার ২ জওয়ান। জখম হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, "বৃহস্পতিবার সকালে কুপওয়ারার নওগাম সেক্টরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছিল পাকিস্তান। তাদের গুলিতে ২ জন সেনা নিহত ও ৪ জন আহত হয়েছেন।" তিনি আরও যোগ করেন, "আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, পাকিস্তানি গুলি চালানোর যথাযথ জবাব দেওয়া হচ্ছে।" আরও পড়ুন: Hathras Gangrape Case: শ্বাসরোধ করা হয়েছিল হাথরাসের নির্যাতিতাকে, উল্লেখ অটোপসি রিপোর্টে

বুধবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি (KG) সেক্টরে এলওসি বরাবর পাকিস্তানের গোলাগুলি চলাকালীন ল্যান্স নায়েক কর্ণাইল সিং নিহত হয়েছেন। তিনি পঞ্জাবের সংগ্রামুর জেলার লোহা খেড়ার বাসিন্দা।