Jammu And Kashmir: পুঞ্চে সেনা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা, ফের উত্তপ্ত উপত্যকা

সন্ত্রাসবাদ খতম করতে জম্মু কাশ্মীরে নয়া পরিকল্পনার মানচিত্র তৈরি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে সন্ত্রাসবাদী হামলা যে কোনওভাবে বরদাস্ত করা হবে না, সেই বার্তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেন। অমিত শাহের ওই নির্দেশের পরই ফের পুঞ্চে হামলা চালায় জঙ্গিরা।

Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৮ জুন: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) সিআরপিএফের (CRPF) উপর ফের হামলা চালাল সেনা বাহিনী। মঙ্গলবার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জম্মু কাশ্মীর পুলিশের উপর একযোগে হামলা চালায় জঙ্গিরা। বেশ কয়েকদিন ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনা বাহিনী। তার মধ্যেই এবার ফের পুঞ্চে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সন্ত্রাসবাদ খতম করতে জম্মু কাশ্মীরে নয়া পরিকল্পনার মানচিত্র তৈরি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে সন্ত্রাসবাদী হামলা যে কোনওভাবে বরদাস্ত করা হবে না, সেই বার্তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেন। অমিত শাহের ওই নির্দেশের পরই ফের পুঞ্চে হামলা চালায় জঙ্গিরা।

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিন রিয়াসিতে হামলা চালায় জঙ্গিরা। রিয়াসির পর ডোডা এবং শিবখেরিতে যাওয়ার পথেও চলে হামলা। পরপর হামলার জেরে ডোডার জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। তল্লাশি অভিযানের মাঝে ফের গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফলে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় ফেরার দিন থেকে এখনও পর্যন্ত পরপর হামলা চালানো হচ্ছে জম্মু কাশ্মীরের একাধিক এলাকায়।