Jammu and Kashmir: বলিউডি সিনেমার পোস্টার ব্যবহার করে ভিডিয়ো জইশের, কুখ্যাত জঙ্গি সংগঠনকে নিয়ে সতর্কতা পুলিশের

J-K Police.jpg (Photo Credit: Twitter)

সইফ আলি খান অভিনীত 'ফ্যান্টম' (Phantom) সিনেমার পোস্টার ব্যবহার করে একটি ভিডিয়ো প্রকাশ করল জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ (Jaish-E-Mohammed )। বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ছবি নিয়ে কুখ্যাত জঙ্গি সংগঠনের তরফে ওই পোস্টার প্রকাশ করা হয়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে সতর্কতা জারি করে জম্মু কাশ্মীর পুলিশ। কেউ যাদি জইশ-ই-মহম্মদের ওই পোস্টার পান, তা যেন থানায় জানানো হয়। বলিউড অভিনেতার ছবি ব্যবহার করে যে পোস্টার তৈরি করা হয়েছে এবং সঙ্গে ভিডিয়ো, তা কে শেয়ার করেছেন, পুলিশের জানা জরুরি। তাই কেউ ওই ভিডিয়ো পেলে, কার কাছ থেকে পেয়েছেন, তা থানায় গিয়ে জানাতে হবে বলেও পুলিশ সতর্কতা জারি করে।

দেখুন কী জানাল জম্মু কাশ্মীর পুলিশ...