Jammu And Kashmir: গগণগীরে সাধারণ মানুষকে খুন, লস্কর জঙ্গি জুনেদকে খুঁজে বের করে তাড়িয়ে মারল সেনা
জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, গোপণ সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে বেশ খানিকটা দূরের দাচিগাম জঙ্গলে অভিযান চালানো হয়। দাচিগামে জোরদার তল্লাশি চালানোর পর জুনেদ ভাটের খোঁজ মেলে এবং তাকে নিকেষ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়।
দিল্লি, ৩ ডিসেম্বর: গগণগীরে যে স্থানীয় মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে, তার পিছনে জুনেদ ভাটের হাত রয়েছে। লস্কর-ই-তইবার সদস্য জুনেদ ভাট গগণগীরে সাধারণ মানুষকে হত্যার পিছনে ছিল। জুনেদ ভাটের (Lashkar Terrorist Junaid Bhat) জোরদার খোঁজ চালিয়ে অবশেষে তাকে খতম করা হয়েছে শ্রীনগরের (Srinagar) দাচিগামের এনকাউন্টারে। সেনা বাহিনীর তরফে মঙ্গলবার এমনই জানানো হয়।
জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশের তরফে জানানো হয়, গোপণ সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে বেশ খানিকটা দূরের দাচিগাম জঙ্গলে অভিযান চালানো হয়। দাচিগামে জোরদার তল্লাশি চালানোর পর জুনেদ ভাটের খোঁজ মেলে এবং তাকে নিকেষ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়। শ্রীনগর থেকে বেশ কিছুটা দূরে দাচিগামের জঙ্গল থেকে সোমবার বিকেলে পুলিশ এবং সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালোন হলে, লস্কর জঙ্গি জুনেদ ভাটকে তাড়া করে হত্যা করেন সেনা বাহিনীর জওয়ানরা।