Jammu And Kashmir Encounter: জঙ্গিদের গতিবিধি রুখে দিল সেনা, কেরান সেক্টরে ২ পাকিস্তানি সন্ত্রাসবাদীকে নিকেষ করল বাহিনী

১৮ জুলাই রাতে সাড়ে বারোটা নাগাদ কেরান সেক্টরের জঙ্গলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনার। যা লক্ষ্য করে জওয়ানরা গুলি ছুঁড়তে শুরু করেন। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে এরপর বাহিনীর বেশ কয়েক রাউন্ড গুলির লড়াই চলে।

Indian Army In Jammu And Kashmir.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৯ জুলাই: ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবার সেনা, জঙ্গি (Terrorist) গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরের কেরান (Keran) সেক্টর। কেরানে শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। সেনা বাহিনীর তল্লাশির সময়ই কেরানে পরপর ২ জঙ্গিকে নিকেষ করা হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, ১৭ জুলাই জম্মু কাশ্মীর  পুলিশের কাছ থেকে গোপণ তথ্য সংগ্রহ করে সেনা। সেখানেই জানা যায়, কেরান সেক্টরে ২ জঙ্গি লুকিয়ে। গোপণ সূত্রে খবর পেয়ে কেরানে অভিযান শুরু করলে, সেখানে পরপর ২ জঙ্গিকে খতম করা হয়।

আরও পড়ুন: Jammu And Kashmir Encounter: ডোডায় সেনা, জঙ্গি গুলির লড়াই, উঠে এল ভয়াবহ ছবি

১৮ জুলাই রাতে সাড়ে বারোটা নাগাদ কেরান সেক্টরের জঙ্গলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনার। যা লক্ষ্য করে জওয়ানরা গুলি ছুঁড়তে শুরু করেন। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে এরপর বাহিনীর বেশ কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত ২ জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী। জানা যায়, যে ২ জনকে নিকেষ করা হয়েছে, তারা পাকিস্তানি জঙ্গি। নিহতদের কাছ থেকে যেমন অস্ত্র উদ্ধার হয়েছে, তেমনি পাকিস্তানি পরিচয় পত্রও সেনা বাহিনী উদ্ধার করেছে বলে খবর।

গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যুর খবর মেলে। যা নিয়ে উত্তপ্ত হতে শুরু করে দিল্লির রাজনীতি।



@endif