Jammu And Kashmir: বান্দিপোরায় জঙ্গি ধরতে জোর অভিযান, গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা বাহিনী
রিপোর্টে প্রকাশ, বান্দিপোরার নাগমার্গ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এমন খবর আগে থেকেই ছিল গোয়েন্দা সূত্রে। গোয়েন্দা মারফৎ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ একযোগে অভিযান শুরু করে নাগমার্গে।
শ্রীনগর, ১২ নভেম্বর: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) ফের শুরু হল গুলির লড়াই (Encounter)। এবার বান্দিপোরায় শুরু হল লড়াই। উত্তর কাশ্মীরের বান্দিপোরার নাগমার্গে মঙ্গলবার সকাল থেকে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। ওই এলাকায় ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে জঙ্গিদের খতম করতে সেনা বাহিনী জোরদার অভিযান শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, বান্দিপোরার নাগমার্গ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এমন খবর আগে থেকেই ছিল গোয়েন্দা সূত্রে। গোয়েন্দা মারফৎ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ একযোগে অভিযান শুরু করে নাগমার্গে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা বাহিনী বা পুলিশের কোনও হতাহতের খবর নেই। ২ জনের পাশাপাশি আরও কোনও জঙ্গি নাগমার্গে লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ চালানো হচ্ছে বলে খবর।