House Cracks Jammu And Kashmir's Doda Video: যোশীমঠের পর জম্মু কাশ্মীরের ডোডা 'ডুবছে'?, ৬টি বাড়িতে ফাটলে আতঙ্ক

ডোডার জেলাশাসক জানান, গত ডিসেম্বরে সেখানকার একটি বাড়িতে ফাটল চোখে পড়ে। এবার একটি থেকে সেই ফাটল পরপর আরও ৫টি বাড়িতে ধরা পড়েছে। ৬ থেকে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ফলে ডোডা জেলাকে যাতে রক্ষা করা যায়, সে বিষয়ে প্রশাসনের তরফে জোর কদমে কাজ শুরু করা হয়েছে।

House Crack In Jammu And Kashmir's Doda (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি: উত্তরখণ্ডের (Uttarakhand) যোশীমঠের (Joshimath) পর কি এবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) ডোডা (Doda) ডুবতে শুরু করেছে? শুক্রবার এমনই কিছু ছবি ধরা পড়ে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। যেখানে পরপর ৬টি বাড়িতে ফাটল চোখে পড়ে। ডোডার জেলাশাসক জানান, গত ডিসেম্বরে সেখানকার একটি বাড়িতে ফাটল চোখে পড়ে। এবার একটি থেকে সেই ফাটল পরপর আরও ৫টি বাড়িতে ধরা পড়েছে। ৬ থেকে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ফলে ডোডা জেলাকে যাতে রক্ষা করা যায়, সে বিষয়ে প্রশাসনের তরফে জোর কদমে কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন: Uttarakhand: বিপন্ন দেবভূমি, যোশীমঠ, সিন্ধগড়ে ভেঙে পড়ল বাড়ি, মন্দির, দেখুন

প্রসঙ্গত যোশীমঠে একের পর এক বাড়িতে যখন ফাটল চোখে পড়ে, তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়ায়। যোশীমঠ ডুবছে বলেও খবর উঠে আসতে শুরু করে। এবার উত্তরাখণ্ডের পর জম্মু কাশ্মীরের ডোডা জেলাতেও পরপর ৬টি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।