Jammu And Kashmir: প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে জম্মু কাশ্মীর জুড়ে জোরদার তল্লাশি, জঙ্গি নিকেষে নেমেছে সেনা বাহিনী

বুধবার সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ একযোগে উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যার জেরে বারামুলায় সেনা বাহিনী ঝাঁঝরা করে দেয় পরপর ২ জঙ্গিকে।

Ahead Modi's Visit, Army's Search Operation In Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৯ জুন: বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুন শ্রীনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর বারাণসীর পর এবার জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) যাচ্ছেন মোদী। প্রধানমন্ত্রীর শ্রীনগর সফরের আগে গোটা উপত্যকা জুড়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে সেনা বাহিনী।

বুধবার সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ একযোগে উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যার জেরে বারামুলায় সেনা বাহিনী ঝাঁঝরা করে দেয় পরপর ২ জঙ্গিকে। সেই সঙ্গে আরও ২ জঙ্গি সেনার গুলিতে আহত বলে জানা যায়। বারামুলা, সোপর-সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় জোরদার অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা সুনিশ্চিত করতে এক নাগাড়ে অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা।

আরও পড়ুন: Jammu And Kashmir Encounter Video: বারামুলায় গুলির লড়াই, ২ জঙ্গিকে ঝাঁঝরা করে দিল সেনা বাহিনী, আহত আরও ২

প্রসঙ্গত ২০ জুন সন্ধে ৬টায় শ্রীনগরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে  উপত্যকায় একাদিক প্রকল্প উদ্বোধন এবং অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।



@endif