Jairam Ramesh : কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি জ্বললেও সংসদে তাঁকে বলতে দেওয়া হয়নি, মণিপুর নিয়ে দাবি জয়রাম রমেশের
বাড়ি জ্বালিয়ে দেওয়া মণিপুরে কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রকের মন্ত্রী রাজকুমার রঞ্জনকেই বলতে দেওয়া হয়নি বলে দাবি জানান জয়রাম রমেশ
মণিপুর ইস্যুতে এবার বিজেপিকে আক্রমন জয়রাম রমেশের। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রকের মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং মণিপুরে যার বাড়ি জ্বালানো হয়েছিল তাঁকে পার্লামেন্টে কিছু বলতে সুযোগ দেওয়া হয়নি। অথচ অন্যান্য মন্ত্রীরা অনাস্থা ইস্যুতে বলতে পারলেন ।
বেশ কয়েকমাস আগে মণিপুরে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের মন্ত্রী রাজকুমার রঞ্জনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হিংসার জেরে অন্যান্য তো দূর বাদ যায়নি মন্ত্রীর বাড়িও। এর পাশাপাশি একটি গোডাউনও জ্বালিয়ে দেওয়া হয়।কিন্তি মণিপুর ইস্যুটি সংসদে ওঠার সময় সেি বিষয় নিয়ে একবারও বলতে শোনা যায়নি এই বিজেপি সাসংদকে। নিজের সংসদের ওপর হওয়া এই ঘটনার বিষয়ে না বললেও অনাস্থা নিয়ে বাকি কেন্দ্রীয় মন্ত্রীদের বলতে শোনা যায়।