Jairam Ramesh Attacks BJP : বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের সরকারকে আক্রমন কংগ্রেসের
মুদ্রাস্ফীতি ও বেকারত্ব থেকে মুখ ফিরিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি কংগ্রেসের
বেকারত্ব এবং মুদ্রস্ফীতি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। দলের মুখপত্র জয়রাম রমেশের তরফে এদিন এই দুই ইস্যুতে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। তিনি জানান, "প্রধানমন্ত্রী যতই প্রাপ্তির কথা বলতে থাকুন না কেন , মুদ্রাস্ফীতি আকাশ ছুয়েছে।" এছাড়া তিনি আরও জানান যে এই সব বিষয়ে মজবুত পদক্ষেপ না নিয়ে এইসমস্ত ইস্যু থেকে কেন্দ্র পাশ কাটিয়ে দিচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি শেষ হয়েছে জি ২০ সম্মেলন। এই জি ২০ সম্মেলনে বিভিন্ন দেশের ভারতে আগমন একটি বড় বিষয়। শুধু তাই নয় উন্নতির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এর মধ্যেই দেশের মধ্যে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মত বিষয়গুলি যে চাপা পড়ে গেছে সেই বিষয়গুলি নিয়েই কেন্দ্রকে বিঁধল কংগ্রেস।