J&K Two Terrorists Killed: যৌথ অভিযানে জম্মু ও কাশ্মীরের সোপোরে দুই সন্ত্রাসবাদী নিহত, মারাত্মক অস্ত্রসহ অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার
আজ (৮ নভেম্বর, শুক্রবার) সকাল থেকেই নতুন উদ্যমে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। সেই অভিযানে জম্মু ও কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর হাতে দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে সোপোরের সাগিপোরা এলাকায় লুকিয়ে আছে জঙ্গিরা। সন্ত্রাসীদের সনাক্ত করে কাল রাত থেকেই এনকাউন্টার শুরু হয়।খবর পেয়ে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) শুরু করে যৌথ বাহিনী। শুক্রবার সকালে আবারও গোলাগুলি শুরু হয়, এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের তৎপরতা জোরদার করে।
জম্মু ও কাশ্মীর জোন পুলিশ 'এক্স'-হ্যান্ডেলে জানিয়েছে যে সোপোর এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় ও সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় দুই গ্রাম প্রতিরক্ষা গ্রুপ (ভিডিজি) সদস্য নিহত হওয়ার একদিন পর এই এনকাউন্টার ঘটে। জঙ্গলে সন্ত্রাসবাদীরা তাদের ওপর হামলা চালালেও এখন পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা যায়নি।জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার নিন্দা করেছেন।