IT Department In BBC Office: 'কোনও তথ্য মুছবেন না', আয়কর 'হানাদারির' মাঝে নির্দেশ বিবিসি কর্মীদের
আয়কর সার্ভের মধ্যে বিবিসির কোনও কর্মী মানসিকভাবে চাপ অনুভব করলে, তাঁরা যাতে সংস্থার নির্দিষ্ট লোকের কাছে কাউন্সেলিং করান, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
দিল্লি, ১৬ ফেব্রুয়ারি: বিবিসির কর্মীরা নিজেদের বৈদ্যুতিন ডিভাইস থেকে কোনও তথ্য মুছে ফেলবেন না। আয়কর দফতর যখন তিন দিন ধরে টানা সার্ভে শুরু করেছে, সেই সময় কর্মীদের এমনই নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট সংস্থার তরফে। বিবিসর কর্মীরা যাতে নিজেদের ডিভাইস থেকে কোনও তথ্য মুছে না ফেলে, আয়কর আধিকারিকদের সাহায্য করেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি অফিসের পদস্থ কর্মীরা যাতে সম্পূর্ণভাবে আয়কর আধিকারিকদের সাহায্য করেন, তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিবিসির মুম্বই এবং দিল্লির অফিসের কর্মীদের কী করণীয়, সে বিষয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন: IT Department In BBC Office: বিবিসির অফিসে ফের আয়কর আধিকারিকরা, তৃতীয় দিনেও অব্যাহত 'সার্ভে'
আয়কর সার্ভের মধ্যে বিবিসির কোনও কর্মী মানসিকভাবে চাপ অনুভব করলে, তাঁরা যাতে সংস্থার নির্দিষ্ট লোকের কাছে কাউন্সেলিং করান, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত প্রথম ২ দিনের পর বৃহস্পতিবার সকাল থেকেও বিবিসির মুম্বই এবং দিল্লির অফিসে আয়কর আধিকারিকরা হাজির হন।