ISRO launches SSLV-D1: তিরঙ্গা ওড়াতে মহাকাশে রওনা দিল ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল

একটি আর্থ অবজারভেশন (Earth Observation Satellite) ও ছাত্রদের নির্মিত আজাদিস্যাট (AzaadiSAT) স্যাটেলাইট নিয়ে মহাকাশে রওনা দিল ভারতের স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (Small Satellite Launch Vehicle)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO)-র তৈরি সবচেয়ে ছোট বাণিজ্যিক রকেট। এই রকেট মহাকাশে ওড়াবে তিরঙ্গা। আজাদিস্যাট স্যাটেলাইটটি ভারতের ৭৫টি স্কুলের ৭৫০ জন ছাত্রী দ্বারা নির্মিত।

দেখুন ভিডিও:



@endif