Israeli Diplomat On PM Modi: প্রধানমন্ত্রী মোদির মতো নেতারা সমর্থন করলে শক্তি আরও বাড়ে, বলছেন ইজরায়েলের কূটনীতিবিদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতারা যখন ইজরায়েলকে সমর্থন করেন তখন তা দেশকে প্রচুর শক্তি জোগায়।

ফাইল ফটো (Photo Credits: ANI)

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মতো নেতারা (leaders) যখন ইজরায়েলকে (Israel) সমর্থন (support) করেন তখন তা দেশকে (Country) প্রচুর শক্তি (lots of power) জোগায়। মঙ্গলবার মোদির সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহুয়ার (Israel's PM Netanyahu) কথোপকথনের (Conversation) পর এই মন্তব্যই করলেন ইজরায়েলের মুম্বইয়ের কনসুলেট জেনারেল খোব্বি শোশানি (Israel's Consulate General to Mumbai Kobbi Shoshani)।

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী মোদি ও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহুয়ার কথোপথনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করে ভারতের সঙ্গে ইজরায়েলের দৃঢ় সম্পর্ক ও বন্ধুত্বের পাশাপাশি যে সমর্থন পায় ইজরায়েল পায় তার উল্লেখ করেন তিনি।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে খোব্বি শোশানি বলেন, "আমাদের দরকার আপনাদের নৈতিক সমর্থন (Moral support) । যখন অন্যান্য গণতন্ত্রের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির মতো নেতা ইজরায়েলকে সমর্থন করেন, তখন তা আমাদের প্রচুর শক্তি দেয়। এই ঘটনাকে আমরা আন্তরিক ভাবে গ্রহণ করছি।" আরও পড়ুন: Tripura CM Manik Saha: রেশনের মাধ্যমে সর্ষের তেল বিতরণের সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: