Eid al-Fitr 2020: ইদের নামাজ বাড়িতেই পড়ুন, ফতোয়া জারি করল দার-উল-উলুম দেওবন্দ

চলতি বছরে ইদ-উল-ফিতরের নামাজ মসজিদ, ইদগাহ নয়, বাড়িতেই পড়ুন। ধর্মপ্রাণ মুসলিমদের উদ্দেশ্যে ফতোয়া জারি করল দার-উল- উলুম দেওবন্দ (Darul Uloom Deoband)। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এমনই নির্দেশিকা দিল দেওবন্দ মাদ্রাসা। চতুর্থ পর্যায়ের লকডাউনে বেশকিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক ছাড় দিলেও ধর্মীয় জমায়েত ও অন্যান্য জমায়েত এখনও নিষিদ্ধ। এই প্রসঙ্গে দার-উল-উলুম দেওবন্দের মুখপাত্র আশরাফ উসমানি সংবাদ সংস্থা পিটিআই-কে ইদের নামাজ সংক্রান্ত তথ্য দেন।

দারুল উলুম দেওবন্দ (Photo Credits: Wikimedia Commons)

সাহারানপুর, ১৯ মে: চলতি বছরে ইদ-উল-ফিতরের নামাজ মসজিদ, ইদগাহ নয়, বাড়িতেই পড়ুন। ধর্মপ্রাণ মুসলিমদের উদ্দেশ্যে ফতোয়া জারি করল দার-উল- উলুম দেওবন্দ (Darul Uloom Deoband)। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এমনই নির্দেশিকা দিল দেওবন্দ মাদ্রাসা। চতুর্থ পর্যায়ের লকডাউনে বেশকিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক ছাড় দিলেও ধর্মীয় জমায়েত ও অন্যান্য জমায়েত এখনও নিষিদ্ধ। এই প্রসঙ্গে দার-উল-উলুম দেওবন্দের মুখপাত্র আশরাফ উসমানি সংবাদ সংস্থা পিটিআই-কে ইদের নামাজ সংক্রান্ত তথ্য দেন। আরও পড়ুন-Bihar: উত্তরপ্রদেশের পর বিহার, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রাক উল্টে মৃত ৯ পরিযায়ী শ্রমিক

ফতোয়ায় বলা হয়েছে, এখন যেভাবে শুক্রবারের জুম্মার নামাজ মুসলিমরা বাড়িতে পড়ছেন। ঠিক একইভাবে ইদের নামাজও বাড়িতেই আদায় করুন। এই বিপর্যয়ের মধ্যে ইদগাহে নামাজ পড়তে না পারার বিষয়টি ক্ষমাযোগ্য। রমজান মাস চলছে, আগামী ২৪ অথবা ২৫ তারিখ ভারতে খুশির ইদ পালিত হবে।



@endif