Champai Soren BJP: হেমন্তের পাশ ছেড়ে এবার বিজেপিতে চম্পই? এক্স হ্যান্ডেল থেকে মুছলেন জেএমএম পরিচয়

নিজের এক্স হ্যান্ডেল থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিচয় সরিয়ে ফেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এও জানা যাচ্ছে, কলকাতায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তিনি। তারপরেই রবিবার ভোরের বিমানে দিল্লি পৌঁছন।

Champai Soren, Hemant Soren (Photo Credits: X)

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (Champai Soren) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন, দলের অন্দরে কানাঘুষো ছড়িয়েছে সেই খবর। সোমবার সাত সকালে বিমানে চেপে নয়া দিল্লির (New Delhi) উদ্দেশ্যে রওনা দেন চম্পই। সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরলে যদিও তিনি দলবদলের কথা উড়িয়ে বলেন, ব্যক্তিগত কাজেই তিনি রাজধানী এসেছেনে। সূত্রের খবর, দলের ৬ বিধায়ককে সঙ্গে নিয়ে এসেছেন চম্পই (Champai Soren)।

নিজের এক্স হ্যান্ডেল থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) পরিচয় সরিয়ে ফেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি দিল্লি যাত্রা, সোশ্যাল হ্যান্ডেল থেকে জেএমএম (JMM) মুছে ফেলা, চম্পই সোরেনের নানা আচরণ তাঁর বিজেপিতে যোগের গুঞ্জন উসকে দিচ্ছে। এও জানা যাচ্ছে, কলকাতায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেছেন তিনি। তারপরেই রবিবার ভোরের বিমানে দিল্লি পৌঁছন। তবে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের কথাও অস্বীকার করেন চম্পই। বলেন, 'আমি কারুর সঙ্গেই দেখা করিনি'। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি এখন যেখানে আছি ওখানেই আছি'।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর রাজ্যভার গিয়েছিল হেমন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চম্পই সোরেনের (Champai Soren) উপর। ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু হেমন্তের জেলমুক্তির পরেই চম্পইকে সরিয়ে ফের মুখ্যমন্ত্রী হন শিবু পুত্র। যদিও দলের এই সিদ্ধান্তে ক্ষুণ্ণ হয়েছিলেন চম্পই। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগেই দলবদলে বিজেপিতে যোগ দিতে পারেন চম্পই সোরেন।



@endif