Neha Singh Rathore: যোগীর সমালোচনা করে গান করায় ভোজপুরী গায়িকাকে পুলিশের নোটিশের বিরোধিতায় সোচ্চার নাগরিক সমাজ
গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারে ঝড় তুলেছিল ভোজপুরী এই গান।
ইউপি মে সব বা... গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারে ঝড় তুলেছিল ভোজপুরী এই গান। 'ইউপি মে সব বা', ভোজপুর থেকে বাংলা করলে রবী কিষাণের এই গানের মানে দাঁড়ায়..ইউপি-তে যোগীর আমলে সব কিছু আছে। বিকাশ আছে, বিদ্যুত-রাস্তা আছে, কাজ আছে, রোজগার আছে, অপরাধীদের জেল আছে, যা আগে ছিল না, এখন ইউপিতে সব আছে।"রবী কিষাণের এই গানের বড় ফায়দা পেয়েছিল বিজেপি।
কিন্তু দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসার পর সব কিছু ঠিক যাচ্ছে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যোগী-২ সরকারের বেশ কিছু কাজ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। আর স্রোতের উল্টো দিকে হেঁটে যোগী সরকারের বিরুদ্ধে গান লিখেছেন ভোজপুরী লোকসঙ্গীত গায়িকা নেহা সিং রাঠোর। যোগী সরকারের বিরুদ্ধে নেহার গানের না হল, ইউপি মে কা বা (UP Mein ka ba)। মানে ইউপিতে এসব কী চলছে! হাথরস থেকে কানপুর কাণ্ড, রাজ্যে বেকারত্ব বৃদ্ধি। যোগী সরকারের বিরুদ্ধে ওঠা একের পর অভিযোগ নিয়ে এই গান ধরেন নেহা। এরপরই এই গানের জন্য নেহাকে নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ।
দেখুন নেহার সেই গান
ভারতীয় থিয়েটার সংস্থা (IPTA)-র জাতীয় কমিটি নেহাকে পাঠানো যোগী প্রশাসনের পুলিশের নোটিশের সমালোচনা করে। অবিলম্বে ভোজপুরী লোক সঙ্গীতশিল্পীকে পুলিশের নোটিশ প্রত্যাহারের দাবি জানায় IPTA। নেহার গানে কোথাও কোনও আপত্তিমূলক কিছু নেই বলে তারা জানায়। নেহার পাশে দাঁড়িয়েছে ইউপি-র নাগরিক সমাজের একাংশ।