IPL Auction 2025 Live

Farmers' Tractor Rally: কৃষক-পুলিশ সংঘর্ষের জেরে পরিস্থিতি উদ্বেগজনক, দিল্লিতে বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2021) দিন কৃষক আন্দোলনে উত্তাল হল রাজধানী। দিল্লির (Delhi) একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই নেওয়া হয়েছে সেই কারণেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোই এবং আরও একাধিক জায়গায় ২৬ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

Farmers Protest in Delhi. (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2021) দিন কৃষক আন্দোলনে উত্তাল হল রাজধানী। দিল্লির (Delhi) একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই নেওয়া হয়েছে সেই কারণেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোই এবং আরও একাধিক জায়গায় ২৬ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আরও পড়ুন: Why Republic Day Is Celebrated: ২৬ জানুয়ারি কেন পালিত হয় গণতন্ত্র দিবস? জেনে নিন বিস্তারিত কারণ

কৃষকেরা যেসমস্ত জায়গায় আন্দোলন করছেন, তার নিকটবর্তী এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি আইআইটি পর্যন্ত পৌঁছনোর পরই দিল্লি পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। উত্তেজিত কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। লালকেল্লা দখল নেয় কৃষকেরা। সেখানে লাগিয়ে দেওয়া হয় কৃষক সংগঠনের পতাকা। দিল্লির আইটিও-তে নিজের ট্রাক উল্টে মারা যান এক আন্দোলনকারী কৃষক, জানায় দিল্লি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তারা সরকারের তরফে একচি এসএমএস পেয়েছেন। যেখানে লেখা রয়েছে, 'সরকারি নির্দেশ অনুযায়ী আপাতত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ রাখা হবে পরিষেবা।''