Nirbhaya case: 'ফাঁসি দিতে চাই নির্ভয়াকাণ্ডে দোষীদের', স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখলেন শ্যুটার বর্তিকা সিং
নির্ভয়াকাণ্ডে (Nirbhaya rape case) দোষীদের ফাঁসি দিতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখলেন আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিং (International shooter Vartika Singh )। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বর্তিকা সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) রক্ত (blood) দিয়ে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি যে নির্ভায়াকাণ্ডের দোষী সাব্যস্ত চারজনকে একজন মহিলার ফাঁসি দেওয়া উচিত বলে জানিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে এর ফলে একটা কড়া বার্তা দেওয়া যাবে। এএনআই-কে বর্তিকা বলেন, "নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি আমি দিতে চাই। এটি সারা দেশে একটি বার্তা দেবে যে কোনও মহিলাও ফাঁসি কার্যকর করতে পারে।" তিনি আরও বলেন, "আমি চাই মহিলা অভিনেতা, সাংসদ সদস্যরা আমাকে সমর্থন করুন। আমি আশা করি এটি সমাজে পরিবর্তন আনবে।"
নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর: নির্ভয়াকাণ্ডে (Nirbhaya rape case) দোষীদের ফাঁসি দিতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখলেন আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিং (International shooter Vartika Singh )। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বর্তিকা সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) রক্ত (blood) দিয়ে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি যে নির্ভায়াকাণ্ডের দোষী সাব্যস্ত চারজনকে একজন মহিলার ফাঁসি দেওয়া উচিত বলে জানিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে এর ফলে একটা কড়া বার্তা দেওয়া যাবে। এএনআই-কে বর্তিকা বলেন, "নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি আমি দিতে চাই। এটি সারা দেশে একটি বার্তা দেবে যে কোনও মহিলাও ফাঁসি কার্যকর করতে পারে।" তিনি আরও বলেন, "আমি চাই মহিলা অভিনেতা, সাংসদ সদস্যরা আমাকে সমর্থন করুন। আমি আশা করি এটি সমাজে পরিবর্তন আনবে।"
এদিকে, বৃহস্পতিবার নির্ভয়ার মা জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের কাছে দোষীদের দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য আবেদন করেছেন। আশা দেবী (Asha Devi) বলেন, "সুপ্রিম কোর্ট ওদের ফাঁসির সাজা শুনিয়েছে আড়াই বছর আগে। ওদের রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে ১৮ মাস হয়েছে। আমি আদালত ও সরকারকে অবিলম্বে তাদের ফাঁসি দেওয়ার আবেদন করেছি।" আরও পড়ুন: Nirbhaya Case Convicts Likely to be Hanged: আগামী ১৬ ডিসেম্বর হতে পারে নির্ভয়াকাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসি, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে ফাঁসুড়ে, তিহার জেলে চলছে প্রস্তুতি
এদিকে দিল্লির তিহার জেলে (Delhi Tihar Jail) চলছে নির্ভয়াকাণ্ডে (Nirbhaya Rape and Murder Case) ৪ অভিযুক্তের ফাঁসির প্রস্তুতি। আগামী ১৬ ডিসেম্বর হতে পারে ফাঁসি। এই ১৬ ডিসেম্বর, ২০১২ তেই নির্ভয়াকে দিল্লির রাজপথে নৃশংসভাবে অত্যাচার, নিপীড়ন ও ধর্ষণ করা হয়। নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ৭ বছর হয়ে গেছে। ফাঁসির সাজা শোনানো হলেও এখনও ফাঁসি না হওয়ায় দেশজুড়ে চলতে থাকে বিক্ষোভ। পরপর ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে দেশবাসী। খবর অনুযায়ী, দিল্লির তিহার জেল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে তিনজন ফাঁসুড়েকে আনার প্রস্তাব দিয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার (Anand Kumar) সংবাদমাধ্যমকে জানিয়ে দেয় তারা ফাঁসুড়ে দিতে প্রস্তুত।