INS Brahmaputra Fire: যুদ্ধ জাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন, নিখোঁজ ভারতীয় নৌ সেনার এক নাবিক
এই দুর্ঘটনার পর সকল কর্মী এবং নাবিকদের উদ্ধার করা গেলেও, নিখোঁজ ভারতীয় নৌ সেনার এক নাবিক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
নয়াদিল্লিঃ নৌ সেনার যুদ্ধ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। দাউ দাউ করে জ্বলে প্রায় শেষ আইএনএস ব্রহ্মপুত্র (INS Brahmaputra )। পরিচর্যার সময় আগুন লাগে বলে খবর। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য যুদ্ধ জাহাজটিকে মুম্বইতে (Mumbai) সেনাবাহিনীর ডকে রাখা হয়েছে। সেখানেই চলছিল মেরামতির কাজ। এই ঘটনায় নিখোঁজ ভারতীয় নৌসেনার (Indian Navy) এক নাবিক। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলবাহিনী। নৌসেনার আধিকারীক এবং দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, রণতরীটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। দুপুরের পর থেকে জাহাজটি ক্রমশ একদিকে ঝুঁকতে শুরু করে। যত বেলা গড়িয়েছে তত নীচের দিকে ঝুঁকছে আইএনএস ব্রহ্মপুত্র। আগুনে ক্ষয়ক্ষতির ফলেই একদিকে হেলে পড়ছে জাহাজটি। বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে রণতরীটি। অন্যদিকে এই দুর্ঘটনার পর সকল কর্মী এবং নাবিকদের উদ্ধার করা গেলেও, নিখোঁজ ভারতীয় নৌ সেনার এক নাবিক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে নৌসেনা। প্রসঙ্গত, কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স' তৈরি করেছিল এই যুদ্ধজাহাজটি। প্রায় দুই দশক পার করে ফেলেছে এই রণতরী। ২০০০ সালের ১৪ এপ্রিল বাহিনীতে প্রবেশ করে আইএনএস ব্রহ্মপুত্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী। মোট ৪০ জন আধিকারিক সহ ৩৩০ জন নাবিকের একটি দল এই জাহাজে সবসময় থাকে।