IPL Auction 2025 Live

West Bengal Civil Services Exam 2020: ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা, জানুন কবে থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড

৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা (প্রিলিমিনারি) (West Bengal Civil Services Exam 2020) হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২৭ জানুয়ারি অ্যাডমিট কার্ড (Admit Card) ইশু করতে শুরু করবে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষাটি পৃথক ও স্বতন্ত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা নেবে তারা। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, "উল্লিখিত পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, ২০২০ রবিবার দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতা এবং রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।" কমিশন জানিয়েছে, প্রার্থীদের অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট www.pscwbapplication.in ও wbpsc.gov.in থেকে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডাউনলোড করা যাবে। ১ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র wbpsc.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা (প্রিলিমিনারি) (West Bengal Civil Services Exam 2020) হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission, West Bengal) ২৭ জানুয়ারি অ্যাডমিট কার্ড (Admit Card) ইশু করতে শুরু করবে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষাটি পৃথক ও স্বতন্ত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা নেবে তারা। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, "উল্লিখিত পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, ২০২০ রবিবার দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতা এবং রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।" কমিশন জানিয়েছে, প্রার্থীদের অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট www.pscwbapplication.in ও wbpsc.gov.in থেকে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডাউনলোড করা যাবে। ১ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র wbpsc.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

দার্জিলিং জেলার কেবলমাত্র তফসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়ং, এই তিন পার্বত্য সাব ডিভিশনের অন্যান্য প্রার্থীদের দার্জিলিং কেন্দ্রে পরীক্ষা হবে। একইভাবে কালিম্পং জেলা থেকে সমস্ত প্রার্থীকে কালিম্পং কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পারসোনালিটি টেস্টের ভিত্তিতে বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ধারাবাহিকভাবে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা যা অবজেটটিভ টাইপ পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে অবজেকটিভ ও কনভেনশনাল টাইপ। আরও পড়ুন: Tax: অফিসে প্যান ও আধার নম্বর জমা দেননি? কাটা যাবে বেতনের ২০ শতাংশ

কমিশন জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মেন পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে এবং মেন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। কমিশন আরও জানিয়েছে যে বিভিন্ন পদে শূন্যপদের সংখ্যা নির্ধারিত সময়ে ঘোষণা করা হবে।