Water Supply Disruption In South Kolkata: সপ্তাহের শেষে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ জল সরবরাহ, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় বাসিন্দারা

পরিষেবা একদিন বন্ধ থাকায় সাধারণ মানুষ যে চূড়ান্ত ভোগান্তিতে পড়বেন সেই কথা স্বীকার করে পুরসভা সূত্র জানিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময় জল দেওয়া হবে। তারপর দিনভর আর জল পরিষেবা পাওয়া যাবে না। পরদিন রবিবার সকালে ২৪ ঘণ্টা পরে নির্দিষ্ট সময়ে ফের জল পরিষেবা স্বাভাবিকভাবেই পাওয়া যাবে

Water Supply Disruption In South Kolkata (Photo Credit: X@ & @SangbadPratidin

গলফ গ্রিন, টালিগঞ্জ, চেতলা, যাদবপুর, বেহালা এবং কসবা সহ দক্ষিণ কলকাতার অনেক অংশে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ থাকার কারণে ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টার মধ্যে জল পাওয়া যাবেনা বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। পরিষেবা একদিন বন্ধ থাকায় সাধারণ মানুষ যে চূড়ান্ত ভোগান্তিতে পড়বেন সেই কথা স্বীকার করে পুরসভা সূত্র জানিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময় জল দেওয়া হবে। তারপর দিনভর আর জল পরিষেবা পাওয়া যাবে না। পরদিন রবিবার সকালে ২৪ ঘণ্টা পরে নির্দিষ্ট সময়ে ফের জল পরিষেবা স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে -সহ বিস্তীর্ণ এলাকায় আগামিকাল জল পাওয়া যাবে না।

শীতকাল মানুষের জলের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। এদিকে সামনেই গরমকাল আসছে। এপ্রিল-মে মাসে প্রবল গরমে পানীয় জলের চাহিদা এক লহমায় অনেকটাই বেড়ে যায়। বিভিন্ন জায়গায় জলের চাপও কমে যায়। সেসময় জলের সরবরাহ ঠিক রাখার জন্যই গার্ডেনরিচ জলপ্রকল্পে আগামী কাল কিছু কাজ হবে।

এক কর্মকর্তা জানান, গার্ডেন রিচ প্ল্যান্টটি প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন পানীয় জল উত্পাদন করে এবং কেএমসি দ্বারা পরিচালিত সমস্ত জল শোধনাগারগুলির মধ্যে গার্ডেনরিচ উত্তর 24-পরগনার পলতা পাম্পের পর দ্বিতীয় বৃহত্তম। তাই এই পাম্প এবং ভালভ বছরের পর বছর ধরে প্রাকৃতিক ক্ষয়-ক্ষতির শিকার হয় এবং সেই সমস্ত সামগ্রীর ভাঙ্গন রোধ করার জন্য তাদের সময়মত প্রতিস্থাপন অপরিহার্য। তাই এই কাজটি করা জরুরি। আমরা ১৮ জানুয়ারী সকালের সরবরাহের পরে, সকাল ৯টায় গার্ডেন রিচ প্ল্যান্টটি বন্ধ করে দেব। সন্ধ্যার মধ্যে মেরামত এবং প্রতিস্থাপনের কাজ শেষ হবে তবে আমরা অবিলম্বে সরবরাহ পুনরায় চালু করতে সক্ষম হব না। সন্ধ্যার পর পানীয় জলের উৎপাদন আবার শুরু হবে। জল নেটওয়ার্কে ছেড়ে দেওয়া হবে এবং ১৯ জানুয়ারী সকাল ৬ টায় সরবরাহের জন্য প্রস্তুত করা হবে।"

এই প্রকল্প থেকে বজবজ ও মহেশতলা পুরসভা এলাকা থেকেও জল সরবরাহ হয়। ফলে সেখানেও পরিষেবা ব্যাহত হবে বলে খবর।যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে তারা সকাল ৭টা থেকে সকাল ৯টা এবং আবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জল পাবে।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now