Mukesh Ambani: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১২ তম স্থানে মুকেশ আম্বানি

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১২ তম স্থান পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিশ্বের ধনী ব্যক্তদের ক্রম তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ (Bloomberg Billionaires Index)। তালিকায় শীর্ষস্থানে রয়েছে অ্যামাজনের সিইও জেফ বেজোস (Jeff Bezos)। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠতা বিল গেটসকে (Bill Gates) শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছন। ব্লুমবার্গের শীর্ষস্থানীয় ৫০ কোটিপতির তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় হলেন মুকেশ আম্বানি। ৬২ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির সম্পদের পরিমাণ ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৫৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

মুকেশ আম্বানি। ( File Image | (Photo Credits: PTI)

মুম্বই, ২৭ নভেম্বর: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১২ তম স্থান পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিশ্বের ধনী ব্যক্তদের ক্রম তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ (Bloomberg Billionaires Index)। তালিকায় শীর্ষস্থানে রয়েছে অ্যামাজনের সিইও জেফ বেজোস (Jeff Bezos)। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠতা বিল গেটসকে (Bill Gates) শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছন। ব্লুমবার্গের শীর্ষস্থানীয় ৫০ কোটিপতির তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় হলেন মুকেশ আম্বানি। ৬২ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির সম্পদের পরিমাণ ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৫৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেজোস তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন মার্কিন ডলার। যা মুকেশ আম্বানির মোট সম্পদের তুলনায় প্রায় দ্বিগুণ। আরও পড়ুন: Ajit Pawar: দলে ফিরেই দৃঢ় বন্ধনে আবদ্ধ অজিত পাওয়ার, মহারাষ্ট্র বিধানসভার বাইরে দাদাকে আঁকড়ে সুপ্রিয়া সুলে

১৬ নভেম্বরের তালিকায় শীর্ষস্থানে ছিলেন বিল গেটস। সাম্প্রতিক তালিকায় তিনি জেফ বেজোসের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার। গেটসের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ১৬.২ বিলিয়ন মার্কিন ডলার কমেছে।

তালিকার ৫০ জন শীর্ষস্থানীয় ব্যক্তির মধ্যে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠতা মার্ক জাকারবার্গ (Facebook CEO Mark Zuckerberg)। ৭৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে তিমি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। জাকারবার্গের সম্পতি ২২.৫ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন ফ্রান্সের কোটিপতি এবং এলভিএমএইচ মোয়েট হেনেসির (LVMH Moët Hennessy)প্রধান বার্নার্ড আরনাউল্ট (Bernard Arnault)। বার্কশায়ার হাইওয়ের ( Berkshire Highway) সিইও ওয়ারেন বাফেট (Warren Buffett) পঞ্চম স্থান ধরে রেখেছেন।