IRDAI Extends Deadline for Paying Premium: লকডাউনে সাময়িক স্বস্তি, জীবন বীমার প্রিমিয়াম জমার সময় সীমা ৩০ দিন বাড়াল IRDAI
করোনভাইরাসের (Coronavirus) কারণে সারা দেশ লকডাউন চলছে। সাধারণ মানুষ ঘরবন্দী। তাই এই সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল জীবন বীমা (Life Insurance) কম্পানিগুলির নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI)। পলিশির প্রিমিয়াম জমা দেওয়ার সময় ৩০ দিন বাড়াল তারা। মার্চ এবং এপ্রিল মাস যে সব পলিশির প্রিমিয়াম জমা দেওয়ার ছিল সেই পলিশিগুলির প্রিমিয়াম জমা দেওয়ার সময় সীমা ৩০ দিন বাড়ল। এর আগে মার্চের প্রিমিয়ামের ক্ষেত্রে সময় সীমা বাডিয়েছিল বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন দিল্লি, ৫ এপ্রিল: করোনভাইরাসের (Coronavirus) কারণে সারা দেশ লকডাউন চলছে। সাধারণ মানুষ ঘরবন্দী। তাই এই সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল জীবন বীমা (Life Insurance) কম্পানিগুলির নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI)। পলিশির প্রিমিয়াম জমা দেওয়ার সময় ৩০ দিন বাড়াল তারা। মার্চ এবং এপ্রিল মাস যে সব পলিশির প্রিমিয়াম জমা দেওয়ার ছিল সেই পলিশিগুলির প্রিমিয়াম জমা দেওয়ার সময় সীমা ৩০ দিন বাড়ল। এর আগে মার্চের প্রিমিয়ামের ক্ষেত্রে সময় সীমা বাডিয়েছিল বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।
আইআরডিএআই-র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "লাইফ ইন্স্যুরেন্স কাউন্সিলের কাছ থেকে আমরা জানতে পারছি যে দেশব্যাপী তিন সপ্তাহের লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়মের কারণে পলিশি হোল্ডারদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।" এমনিতে প্রিমিয়াম জমা দেওয়ার প্রকৃত তারিখের পরেও ৩০ দিন সময় থাকে প্রিমিয়াম জমা দেওয়ার। যে সময়কালে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। আজকের নির্দেশিকা অনুযায়ী, ৩০ দিনের গ্রেস পিরিয়ডের পর আরও ৩০ দিন সময় পাবেন পলিশি হোল্ডাররা। আরও পড়ুন: Yamuna River: লকডাউনের কারণে যমুনার জল হয়েছে স্বচ্ছ, নীল
আর একটি বড় পদক্ষেপে আইআরডিএআই বলেছে যদি ইউলিপ পলিশি (ULIP) ম্যাচিওর হয়ে যায় ও পলিশি হোল্ডারকে একবারে টাকা পেমেন্ট করতে হয় তবে জীবন বীমা সংস্থাগুলি IRDAI-র বিধি অনুসারে মীমাংসা করতে পারে।