Passport: ভারতীয় ডাক বিভাগেই এবার করা যাবে পাসপোর্টের আবেদন; জানুন বিস্তারিত

হাতের সামনে পাসপোর্ট বানানোর সুযোগ। ইন্ডিয়া পোস্ট নিয়ে আসছে নতুন ব্যবস্থা। পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকে পাওয়া যাবে পাসপোর্ট করার সুবিধা। এলাকার স্থানীয় পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকেই পাসপোর্টের রেজিস্ট্রেশনের জন্য সেখান থেকে আবেদন করা যেতে পারে। এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যেতে পারেন।

India Post (Photo Credits: Twitter)

হাতের সামনে পাসপোর্ট বানানোর সুযোগ। ইন্ডিয়া পোস্ট (India Post) নিয়ে আসছে নতুন ব্যবস্থা। পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকে পাওয়া যাবে পাসপোর্ট করার সুবিধা। এলাকার স্থানীয় পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকেই পাসপোর্টের রেজিস্ট্রেশনের জন্য সেখান থেকে আবেদন করা যেতে পারে। এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যেতে পারেন।

এ সম্পর্কে বিশদে জানতে passportindia.gov.in-এ দেখতে পারেন। পাসপোর্ট ইস্যু ও রি-ইস্যু করা যাবে ডাকবিভাগে। পাসপোর্ট সম্পর্কিত বেশকিছু পরিষেবা দেওয়া হয়। অনলাইনে পাসপোর্ট আবেদন করার পর সমস্ত নথি নিয়ে পোস্ট অফিসে যেতে পারবেন প্রার্থী। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন না করে সরাসরি পোস্ট অফিসে যাওয়া যাবে না। আবেদনকারীকে তাঁর আবেদনের কপি, প্রামাণ্য নথি নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে যেতে হবে। নিজেকে সশরীরে যেতে হবে। আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলের সমর্থক কেন?' ফের বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

ইতিমধ্যে, আধার কার্ডের মোবাইল নম্বর বদলানোর সুবিধা দিয়েছে ইন্ডিয়া পোস্ট। করদাতাদের ট্যাক্স জমা দেওয়ার প্রক্রিয়ারও সহজ ককরেছে ইন্ডিয়া পোস্ট।