Aadhar Card Update Online: আধারের সঙ্গে অনলাইনে মোবাইল নম্বরের সংযুক্তি, কীভাবে করবেন জানুন

আজকের দিনে আধার কার্ডের (Aadhar Card) মতো গুরুত্বপূর্ণ জিনিস আর একটিও নেই। একজন নাগরিক হিসেবে যেসব তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তার সবটিই আধারের সঙ্গে সংযুক্ত।

Aadhar Update ( File Photo)

নতুন দিল্লি, ১৪ :  আজকের দিনে আধার কার্ডের (Aadhar Card) মতো গুরুত্বপূর্ণ জিনিস আর একটিও নেই। একজন নাগরিক হিসেবে যেসব তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তার সবটিই আধারের সঙ্গে সংযুক্ত। এমনকী আপনার ব্যবহৃত মোবাইল নম্বরের সঙ্গেও আধার সংযুক্তির প্রয়োজন রয়েছে। যাতে করে আধার সম্পর্কিত কোনও আপডেট এলে সঙ্গে সঙ্গে তা নথিভুক্ত নম্বরে পাওয়া মেসেজের মাধ্যমে গ্রাহক জানতে পারেন। এদিকে আপনার আধার কার্ডে থাকা মোবাইল নম্বরটি অকেজো হলে অথবা আপনি যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না করেন, এই সংক্রান্ত নতুন খবরাখবর পাবেন না। চাইলে অফলাইনে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা যায়। তবে তা সময় সাপেক্ষ। প্রায় ৯০ দিন অর্থাৎ দেড়মাস লেগে যেতে পারে।

এক্ষেত্রে অনলাইন হল সব থেকে সহজ ফলপ্রসূ মাধ্যম। অনলাইনে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে হলে——-