Aadhar Address Update: বাড়িতে বসেই এবার আধার কার্ডে সংশোধন, কীভাবে?

নতুন বছরে গ্রাহকদের জন্য এহেন সুযোগ দারুণ ব্যাপার। যেমন ধরুন নতুন কোনও জাযগায় বাসা বদল করেছেন বা আধার কার্ডে দেওয়া ঠিকানায় কোনও ভুল আছে। এখন থেকে সেসব অনলাইনেই বদলে ফেলা সম্ভব।

Aadhar Update ( File Photo)

নতুন দিল্লি, ১০ জানুয়ারি: করোনাকালে আধার কার্ডের বিবিধ পরিবর্তনের জন্য সরকারি কেন্দ্রে যাওয়াটা ঝুঁকির পর্যায়ে পড়ে। এমতাবস্থায় বাড়িতে বসে অনলাইনে পরিবর্তন করুন আধার কার্ডের ছাপা ঠিকানা। নতুন বছরে গ্রাহকদের জন্য এহেন সুযোগ দারুণ ব্যাপার। যেমন ধরুন নতুন কোনও জাযগায় বাসা বদল করেছেন বা আধার কার্ডে দেওয়া ঠিকানায় কোনও ভুল আছে। এখন থেকে সেসব অনলাইনেই বদলে ফেলা সম্ভব। এমন কোনও বদল চাইলে প্রথমে UIDAI ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত বিষয় গুলির হুবহু অনুসরণ করতে হবে।

কীকরে বদল করবেন আধার কারিডের ঠিকানা