Aadhar Address Update: বাড়িতে বসেই এবার আধার কার্ডে সংশোধন, কীভাবে?
নতুন বছরে গ্রাহকদের জন্য এহেন সুযোগ দারুণ ব্যাপার। যেমন ধরুন নতুন কোনও জাযগায় বাসা বদল করেছেন বা আধার কার্ডে দেওয়া ঠিকানায় কোনও ভুল আছে। এখন থেকে সেসব অনলাইনেই বদলে ফেলা সম্ভব।
নতুন দিল্লি, ১০ জানুয়ারি: করোনাকালে আধার কার্ডের বিবিধ পরিবর্তনের জন্য সরকারি কেন্দ্রে যাওয়াটা ঝুঁকির পর্যায়ে পড়ে। এমতাবস্থায় বাড়িতে বসে অনলাইনে পরিবর্তন করুন আধার কার্ডের ছাপা ঠিকানা। নতুন বছরে গ্রাহকদের জন্য এহেন সুযোগ দারুণ ব্যাপার। যেমন ধরুন নতুন কোনও জাযগায় বাসা বদল করেছেন বা আধার কার্ডে দেওয়া ঠিকানায় কোনও ভুল আছে। এখন থেকে সেসব অনলাইনেই বদলে ফেলা সম্ভব। এমন কোনও বদল চাইলে প্রথমে UIDAI ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত বিষয় গুলির হুবহু অনুসরণ করতে হবে।
কীকরে বদল করবেন আধার কারিডের ঠিকানা
- প্রথমে UIDAI ওয়েবসাইটে যান।
- এবার ওয়েবসাইটের উপরের বাঁদিকের কোণ থেকে ড্রপডাউন মেনু খুঁজে সেখানে My Aadhar Option Select করুন।
- এবার নির্দিষ্ট পেজ থেকে ‘Update Demographics Data Online’ select করুন।
- এবার ‘Proceed To Update Aadhar’ অপশনে ক্লিক করুন। এবং প্রদত্ত শূন্যস্থানে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- আধার নম্বর ও ক্যাপচা পূরণের পর ‘Send OTP’ option select করুন। এই ওটিপি আসবে আধার কারিডে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
- মোবাইল নম্বর দেওয়ার জন্য ওই পেজে ফাঁকা বক্সও রয়েছে।
- এরপর ডেমোগ্রাফিক্স ডেটা অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- যখন সমস্ত তথ্য দেওয়া সম্পূর্ণ করে ফেলবেন তখন Proceed Optionটি সিলেক্ট করুন।
- ঠিকানার স্বপক্ষে যে ভেরিফিকেশন কপিটি আপনাকে জমা করতে হবে, সেটি অবশ্যই রঙীন স্ক্যান করতে হবে।
- এরপর নিজে থেকে গ্রাহক দেখতে পাবেন, নিজের করা মডিফিকেশন। সেজন্য UIDAI গ্রাহককে পাঠিয়ে দেবে URN Request Number। সেই নম্বরের সাহায্যেই আধারের বর্তমান স্টেটাস চেক করতে পারবেন গ্রাহক।