Dry Days in Kolkata: কলকাতায় অগাস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান? দেখে নিন এক ঝলকে !

Photo Credit_Latestly media.com

'ড্রাই ডে' (Dry Day) নিয়ে আমরা অনেকেই অনেক কথায় মজা করে থাকি। তবে সুরাপ্রেমীদের কাছে  কিন্তু এটি একটি দুঃখের দিন, কারণ এই দিনে মদের দোকানগুলি সাধারণত খোলা থাকে না। তাই তাঁরা তাদের নেশা থেকে বঞ্চিত হয়। তবে সেই সখ পূরণের জন্য আগের দিন রাত পর্যন্ত লম্বা লাইন পড়ে যায় মওয়াইন শপগুলির বাইরে। প্রতি বছরের শুরুতেই নির্দিষ্ট রাজ্যের রাজ্য সরকার ড্রাই ডে নির্দিষ্ট করে দেয়। অগাস্ট মাসে সরকার নির্ধারিত ৫ টি ড্রাই ডে(Dry Day) ঘোষণা করা হয়েছে, কোন কোন কারণের জন্য সেগুলো ড্রাই ডে অন্তর্ভুক্ত তা সকলের জন্য আরো একবার মনে করিয়ে দেওয়া হল।

৮ই অগাস্ট   মহরম

১১ই  অগাস্ট রাখি বন্ধন

১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস

১৮ই অগাস্ট জন্মাষ্টমী

৩১ ই অগাস্ট গণেশ চতুর্থী