Coronavirus In India: দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪৪৭, মৃত ২৭৩
দেশে মোট করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৪০৯ জন।
নতুন দিল্লি, ১২ এপ্রিল: দেশে মোট করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৪০৯ জন।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, দেশে মোট আক্রান্তর মধ্যে মধ্যে ২০ শতাংশ রোগীকে আইসিইউ-তে রেখে চিকিৎসা করলেই হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Lav Agarwal) বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ১,৬৭১টি করোনা বেডের প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে ৬০১ টি করোনা চিকিত্সার হাসপাতালের মধ্যে বেড রয়েছে ১ লাখ ৫ হাজার। করোনা রোগীদের জন্য ২০,০০০ রেল কামরাকে আইসোলেশন এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, সরকার যে কোনও জটিল পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করছে। আরও পড়ুন: Earthquake In Delhi-NCR: দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প
ICMR-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ১,৮৬,৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে পজিটিভ এসেছে ৭,৯৫৩-এর। গত পাঁচ দিনে রোজ গড়ে প্রায় ১৫,৭৪৭ জনের সোয়াব টেস্ট করা হয়েছে। রোজ গড়ে করোনা ধরা পড়েছে ৫৮৪ জনের শরীরে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। সমস্যার সমাধানের জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ক্রেতা সুরক্ষা মন্ত্রক ও রেল মন্ত্রক প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করছে।