COVID-19 Cases In India: এক দিনে আক্রান্ত ১৮ হাজার ৫২২ জন, ভারতে কোভিড রোগীর সংখ্যা ৫ লক্ষ ৬৬ হাজার ছাড়ালো
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (coronavirus cases) হলেন ১৮ হাজার ৫২২ জন। সোমবার সারাদিনে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০ জন। এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ১৫ হাজার ১২৫ জন। সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লক্ষ ৩৪ হাজার ৮২২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৯৩। মহামারী করোনায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকার ধারবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৯ হাজার ৮৮৩ জন। মৃতের সংখ্যা ৭ হাজার ৬১০।
নতুন দিল্লি, ৩০ জুন: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (coronavirus cases) হলেন ১৮ হাজার ৫২২ জন। সোমবার সারাদিনে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০ জন। এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ১৫ হাজার ১২৫ জন। সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লক্ষ ৩৪ হাজার ৮২২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৯৩। মহামারী করোনায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকার ধারবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৯ হাজার ৮৮৩ জন। মৃতের সংখ্যা ৭ হাজার ৬১০।
তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ৮৬ হাজার ২২৪ জন। দেশের মধ্যে করোনা বিধ্বস্ত রাজ্যগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী। সেখানে মোট করোনা আক্রান্ত ৮৫ হাজার ১৬১ জন। হু হু করে আক্রান্ত বেড়ে যাওয়ায় মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে লকডাউনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে। আরও পড়ুন-Taj Hotel in Mumbai: বোমায় উড়বে তাজ হোটেল, পাকিস্তানের হুমকিতে কড়া নিরাপত্তার চাদরে মুম্বই
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বিকেল চারটের সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে মহামারী ছড়ানোর পর এনিয়ে ষষ্ঠতম ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে ১২ মে জাতির উদ্দেশে শেষ ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই ভাষণে তিনি লকডাউনে বিপর্যস্ত অর্থনীতির পুনরুজ্জীবনের ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। আজ আবার তিনি কী বলেন তা শুনতেই গভীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।