Monkeypox In India: ভারতে মাঙ্কিপক্সের দ্বিতীয় সংক্রমণ, কেরলে কান্নুরে আক্রান্ত ব্যক্তি

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি ফেরৎ এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। ওই ব্যক্তি আমিরশাহি থেকে কেরলের ত্রিবান্দ্রাম বিমানবন্দরে নামার পরপরই তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে।

Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ১৮ জুলাই: ফের মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ ভারতে। এই নিয়ে ভারতে দ্বিতীয় জনের শরীরে ধরা পড়ল মাঙ্কিপক্সের সংক্রমণ। কেরলের কান্নুরের (Kannur) এক ব্যক্তির মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর।

 

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি ফেরৎ এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। ওই ব্যক্তি আমিরশাহি থেকে কেরলের ত্রিবান্দ্রাম বিমানবন্দরে নামার পরপরই তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। ত্রিবান্দ্রাম বিমানবন্দর থেকে এরপর ওই ব্যক্তিকে রাজ্যের স্বাস্থ্য দফতরে হেফাজতে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআরের নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে বলে জানায় কেরলের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: Rahul Gandhi: 'বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে ধ্বংস করছে বিজেপি', জিএসটি বৃদ্ধিতে তোপ রাহুলের

ত্রিবান্দ্রামের পর এবার ফের কেরলের কান্নুরে ধরা পড়ল মাঙ্কিপক্সের সংক্রমণ।