Afghanistan: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করছে 'দেবী শক্তি', জানাল বিদেশমন্ত্রক

আফগানিস্তান থেকে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে ভারত৷ মঙ্গলবার সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে করে ৭৮ জনকে উদ্ধার করা হয়৷ যার মধ্যে ২৫ জন ভারতীয়৷

ভারতীয়দের উদ্ধার করছে বায়ুসেনার বিমান, ছবি ট্যুইটার

দিল্লি,২৪ অগাস্ট: আফাগনিস্তান থেকে উদ্ধার কাজের নামকরণ করল দিল্লি৷ 'অপারেশন দেবী শক্তি' (Operation Devi Shakti) নাম করে কাবুল সহ গোটা আফগানিস্তান থেকে উদ্ধার কাজ শুরু করেছে ভারত৷ বিদেশমন্ত্রী জয়শঙ্করের তরফে ট্যুইট করে অপারেশন দেবী শক্তির নাম জানানো হয় প্রকাশ্যে৷

 

আফগানিস্তান (Afghanistan) থেকে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে ভারত৷ মঙ্গলবার সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে করে ৭৮ জনকে উদ্ধার করা হয়৷ যার মধ্যে ২৫ জন ভারতীয়৷ ভারতীয় সহ বাকিদের আফগানিস্তান থেকে উদ্ধার করে তাজিকিস্তান হয়ে বায়ুসেনার বিমান দিল্লিতে (Delhi) নামে৷ সোমবারও বেশ কয়েকজন শিখকে আফগানিস্তান থেকে উদ্ধার করে বায়ুসেনা৷ সবকিছু মিলিয়ে অশান্ত আফগানিস্তানে যাতে কোনও ভারতীয়কে আর থাকতে না হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে দিল্লির (Delhi) তরফে৷

আরও পড়ুন: Afghanistan crisis: অশান্ত আফগানিস্তান থেকে উদ্ধার ৭৮, বায়ুসেনার বিমানে দিল্লিতে ফিরলেন ২৫ জন ভারতীয়

এদিকে ভারতের পাশাপাশি আমেরিকা সহ বিভিন্ন দেশও নিজেদের নাগরিককে আফগানিস্তান থেকে সরাতে শুরু করেছে৷