Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,৮৭৮, মৃত্যু ৫৪৭ জনের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪ হাজার ৮৭৮ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজার ৭৯৫। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১ লাখ ১৫ হাজার ৫৮০ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।
নতুন দিল্লি, ১৩ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪ হাজার ৮৭৮ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজার ৭৯৫। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১ লাখ ১৫ হাজার ৫৮০ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, ১২ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৩১ লাখ ১ হাজার ৭৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১১ লাখ ৩৯ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আরও পড়ুন: Chimpanzee 'Suzi' Death: মারা গেল হায়দরাবাদের নেহরু জুলজিকাল পার্কের একমাত্র শিম্পাঞ্জি সুজি
শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৯৯ হাজার ২৬৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ১৬০ জন।