Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৬,৫৯৪ জন, মৃত্যু ৫৪০ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৯৪ জন। একই সময়ে মৃ্ত্যু হয়েছে ৫৪০ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯ জন। তার মধ্যে চিকিৎসা চলছে ৪ লাখ ১৬ হাজার ৮২ জনের। সুস্থ হয়েছেন ৯০ লাখ ১৬ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯১৬ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৮৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রক (Health Ministry)।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৯৪ জন। একই সময়ে মৃ্ত্যু হয়েছে ৫৪০ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯ জন। তার মধ্যে চিকিৎসা চলছে ৪ লাখ ১৬ হাজার ৮২ জনের। সুস্থ হয়েছেন ৯০ লাখ ১৬ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯১৬ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৮৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রক (Health Ministry)।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ১৪ কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকাল ১১ লাখ ৭০ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Prof Hasi Dashgupta Died: করোনার কোপ, প্রয়াত সাগর দত্তের অধ্যক্ষা হাসি দাশগুপ্ত, একই দিনে চলে গেলেন রাজ্যের আরও ২ চিকিৎসক

এদিকে বিশ্বে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫.১ মিলিয়ন। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১.৫ মিলিয়ন মানুষের। সুস্থ হয়েছেন ৪১.৯ মিলিয়ন মানুষ।