Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৯৬,৪২৪ জন, ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ৫২ লাখ
বৃহস্পতিবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন ৯৬ হাজার ৪২৪ জন। সঙ্গে সঙ্গেই ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় মারণ রোগের বলি ১ হাজার ১৭৪ জন। এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ রোগী ১০ লাখ ১৭ হাজার ৭৫৪ জন। যেখানে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ১২ হাজার ৫৫২ জন। এখনও পর্যন্ত দেশে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৮৪ হাজার ৩৭২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্যানুসারে এখনও পর্যন্ত দেশে ৬ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৩টি কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে।
নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন (Cornavirus Cases In India) ৯৬ হাজার ৪২৪ জন। সঙ্গে সঙ্গেই ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় মারণ রোগের বলি ১ হাজার ১৭৪ জন। এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ রোগী ১০ লাখ ১৭ হাজার ৭৫৪ জন। যেখানে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ১২ হাজার ৫৫২ জন। এখনও পর্যন্ত দেশে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৮৪ হাজার ৩৭২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্যানুসারে এখনও পর্যন্ত দেশে ৬ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৩টি কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে।
জানা গিয়েছে, গতকালই শুধু ১০ লাখ ৬ হাজার ৬১৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের মধ্যে ৬০ শতাংশ পাঁচটি রাজ্যের বাসিন্দা। এছাড়াও আশার খবর হল, ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজারেরও নিচে। করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৮. ৬৪ শতাংশ। মৃত্যুর হার বেড়ে ১.৬৩ শতাংশ। মহারাষ্ট্রের অবস্থা সবথেকে শোচনীয়। সেখানে মোট করোনা আক্রান্ত ১১ লাখ ৪৫ হাজার ৮৪০ জন। করোনা আক্রান্তের নিরিখে এর পিছনেই রয়েছে কর্ণাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করোনা রোগী ২৪ হাজার ৬১৯ জন। মারা গিয়েছেন ৪৬৮ জন। সবমিলিয়ে ওই রাজ্যে করোনার বলি ৩১ হাজার ৩৫১ জন। আরও পড়ুন-Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্ত ৩ কোটি ৬৫ লাখ ছাড়ালো, মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ৪৪ হাজার ৬০৪ জন
মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত (Global COVID-19 Cases) ৩০ মিলিয়ন ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অন্তত সেকথাই বলছে। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৬৫ হাজার ৭২৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৬০৪। বিশ্বে সবথেকে করোনা ত্রস্ত দেশ আমেরিকা। সেখানে মারণ রোগের মোট শিকার ৬৬ লাখ ৭৪ হাজার ৭০ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন।