ভারতে প্রতিষেধক(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ জানুয়ারি: গতকাল সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত  (Coronavirus Cases In India) হলেন ২০ হাজার ৩৪৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লাখ ২৮ হাজার ৮৩টি। তবে আশার খবর এই যে ইতিমধ্যেই করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৬ হাজা ৮৫৯ জন।  গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৫৮৭ জন। বুধবার দেশে করোনার বলি ২৮৭ জন। এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫০ হাজার ৩৩৬ জন। আরও পড়ুন-Period Room: ভারতে এই প্রথম, মহিলাদের সুবিধার্থে থানের বস্তিতে তৈরি হচ্ছে পিরিয়ড রুম

ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশ। ভারতে কোভিডে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। ৬ জানুয়ারি পর্যন্ত দেশে ১৭ কোটি ৮৪ লাখ ৯৯৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আইসিএমআর জানিয়েছে, শুধু৬ তারিখ বুধবার দেশে মোট ৯ লাখ ৩৭ হাজার ৫৯০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৯ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে সবথেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। গতকাল সারাদিনে সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় ৬৬ জনের প্রাণ গিয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৮২৫ জনের।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দৈনিক সংক্রমণের ৮৪ শতাংশের হদিশ মিলছে মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান থেকে। হু হু করে বেড়ে চলা সংক্রমণের মধ্যে আগামী ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হতে চলেছে। সরকারি তথ্য বলছে প্রথমেই ৩০ কোটি জনতাকে টিকা দেওয়ার বন্দোবস্ত হয়েছে। এর মধ্যে ১ কোটি স্বাস্থ্যকর্মী টিকাকরণে অগ্রাধিকার পাবেন। এদিকে ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেনে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭১।


আপনি এটাও পছন্দ করতে পারেন

WB Lok Sabha Elections 2024: এবারেও ৭ দফায় বাংলায় লোকসভা ভোট, ১৯ এপ্রিল নির্বাচন শুরু, ৪ জুন গণনা

Telangana Road Accident: গভীর রাতে চালকের চোখে ঘুম, গাছে গিয়ে ধাক্কা গাড়ির, বলি ৫

Poonam Pandey is Alive: বেঁচে আছেন পুনম পান্ডে, সোশ্যাল মিডিয়ায় হাজির সমহিমায়

Nagaland: নাগাল্যান্ডের কয়লাখনিতে আচমকা ভূমিধস, অবৈধ খনন চলাকালীন মৃত্যু ৬ শ্রমিকের, আহত চার

Bharat Jodo Nayay Yatra: গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রার প্রবেশে বাধা, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ কংগ্রেস কর্মীদের, চলল লাঠিচার্জ

Ashok Tanwar Joins BJP: ফের দলবদল, কংগ্রেস, তৃণমূল, আপ ঘুরে এবার বিজেপিতে অশোক তানওয়ার

Aditya-L1: সফল ভারতের প্রথম সৌর অভিযান, আদিত্য এল১-কে সূর্যের কক্ষপথে পৌঁছে দিল ইসরো

Parliament Winter Session 2023: অব্যাহত বিরোধী সাংসদদের বরখাস্ত প্রক্রিয়া, মঙ্গলবার নতুন করে সাসপেন্ড আরও ৪৯