Coronavirus Cases In India: বুধবার ভারতে মোট করোনা রোগী ৯৯.৫ লাখ ছুঁই ছুঁই, মৃত্যু মিছিলে শামিল ১,৪৪,০৯৬
২৬ হাজার ৩৮২ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে বুধবার দেশে কোভিড রোগীর সংখ্যা ৯৯.৫ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৯ লাখ ৩২ হাজার ৫৪৮। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ২টি। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ৫৬ হাজার ৪৪৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩ হাজার ৮১৩ জন। মঙ্গলবার দেশে করোনার বলি ৩৮৭ জন।
নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: ২৬ হাজার ৩৮২ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে বুধবার দেশে কোভিড রোগীর সংখ্যা ৯৯.৫ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৯ লাখ ৩২ হাজার ৫৪৮। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ২টি। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ৫৬ হাজার ৪৪৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩ হাজার ৮১৩ জন। মঙ্গলবার দেশে করোনার বলি ৩৮৭ জন। সবমিলিয়ে ভারতে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন।
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৪.৭৪ শতাংশ। অন্যদিকে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। বুধবার আইসিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৫ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ২৮০ জনের কোভিড টেস্ট হয়েছে। শুধু মঙ্গলবারই ১০ লাখ ৮৫ হাজার ৬২৫ জনের নমুনা করোনা টেস্টের জন্য পাঠানো হয়। আরও পড়ুন- Anil Vij Health Update: করোনায় আশঙ্কাজনক হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ, ভর্তি মেদান্ত হাসপাতালে
অন্যদিকে ১৮ লাখ ৮৬ হাজার ৮০৭ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের কোভিড বিধ্বস্ত রাজ্যের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সারাদিনে সেখানে নতুন করোনা রোগী ৩ হাজার ৪৪২ জন। ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনায় মৃত ৭০ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে মারণ রোগের বলি ৪৮ হাজার ৩৩৯ জন। কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানায় থেকে প্রতিদিন যে সংখ্যায় সংক্রামিতর খবর মিলছে তাতে দৈনিক সংক্রমণের ৭০ শতাংশ আসছে এই সব রাজ্য থেকে।