Coronavirus Cases In India: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১.০৫ কোটি ছুঁই ছুঁই

১৫ হাজার ৯৬৮ জন নতুন আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে ভারতের মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ১৪৮ জন। করোনার জেরে গতকাল সারাদিনে দেশে ২০২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি ১ লাখ ৫১ হাজার ৫২৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫০৭। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৫১৭ জন। সবমিলিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ২৯ হাজার ১১১ জন।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: ১৫ হাজার ৯৬৮ জন নতুন আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে ভারতের মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ১৪৮ জন। করোনার জেরে গতকাল সারাদিনে দেশে ২০২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি ১ লাখ ৫১ হাজার ৫২৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫০৭। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৫১৭ জন। সবমিলিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ২৯ হাজার ১১১ জন। এদের মধ্যে একজনকে আবার তাঁর দেশে পাঠানো হয়েছে। আরও পড়ুন-US COVID-19 Death: মহামারীর প্রকোপ, আগামী বসন্তের মধ্যে মার্কিন মুলুকে করোনার বলি হবে ৫ লাখ

এদিকে আইসিএমআর-এর তথ্য বলছে, ৮ লাখ ৩৬ হাজার ২২৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে গতকাল ১২ জানুয়ারি। এখনও পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ১১৪টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। অন্যদিকে ১৯ লাখ ৭৪ হাজার ৪৮৮ জন করোনা আক্রান্তকে নিয়ে ভারতের সর্বোচ্চ করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। গতকাল সারাদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। এবং ২৪ ঘণ্টায় মারণ রোগের বলি ৫০ জন। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯ কেটি ১৫ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। মৃত্যু মিছিলে শামিল ১ কোটি ৯৬ লাখ ১ হাজার ৯৮৭ জন। ২ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ২৪৪ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বের করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্ত রাষ্ট্র। সেখানে করোনার বলি ৩ লাখ ৮০ হাজার ৬৫১ জন।