Coronavirus In India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১,১০০, মৃত্যু ৪৪৭ জনের

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪১ হাজার ১০০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৮৮ লা ১৪ হাজার ৫৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮২ লাখ ৫ হাজার ৭১৮ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

ভারতে করোনা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪১ হাজার ১০০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৮৮ লা ১৪ হাজার ৫৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮২ লাখ ৫ হাজার ৭১৮ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ১২ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল করা হয়েছে ৮ লাখ ৫ হাজার ৫৮৯টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: Birsa Munda Birth Anniversary: স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এদিকে বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৫ কোটি ৪৩ লাখ। আজ সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৮৯১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন।