Coronavirus Cases In India: বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন

৪৬ হাজার ৯৫১ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে দেশের মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৬৪৬। ইতিমধ্যেই ৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৯৯৮ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। গতকাল সারাদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৮০ জন। সবমিলিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৪৬৮ জন।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২২ মার্চ: ৪৬ হাজার ৯৫১ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে দেশের মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৬৪৬। ইতিমধ্যেই ৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৯৯৮ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। গতকাল সারাদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৮০ জন। সবমিলিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৪৬৮ জন। রবিবার সারাদিনে দেশে করোনার বলি ২১২ জন। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন। আরও পড়ুন-Uttar Pradesh Shocker: মামার বাড়ির সম্পত্তি দখলের জন্য মাকে মৃত ঘোষণা করল ছেলে

ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র-সহ ৫টি রাজ্যে পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। এই অবস্থায় টিকাকরণ ও করোনা বিধি মানার উপরেই জোর দিচ্ছে কেন্দ্র।