Coronavirus Cases In India: দৈনিক সংক্রমণ ১৬ হাজারের নিচে, ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৯৩

১৬ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৯৩ জন। বৃহস্পতিবারও ভারতে দৈনিক সংক্রমণের নিম্নমুখীই রইল। গত সাতমাসে সবথেকে কম দৈনিক করোনা আক্রান্ত ১২ হাজার ৫৮৪ জন। গত মঙ্গলবার ছিল এই পরিসংখ্যান। এর আগে কম দৈনিক সংক্রমণ নথিভুক্ত হয় ২০২০-১২ জুন। সেদিনের নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৮৮১ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৯৮ জন।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: ১৬ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৯৩ জন। বৃহস্পতিবারও ভারতে দৈনিক সংক্রমণের নিম্নমুখীই রইল। গত সাতমাসে সবথেকে কম দৈনিক করোনা আক্রান্ত ১২ হাজার ৫৮৪ জন। গত মঙ্গলবার ছিল এই পরিসংখ্যান। এর আগে কম দৈনিক সংক্রমণ নথিভুক্ত হয় ২০২০-১২ জুন। সেদিনের নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৮৮১ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৯৮ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫১ হাজার ৭২৭ জন। গত ২০ দিন ধরে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০০-র নিচেই রয়েছে। আরও পড়ুন-Donald Trump Impeached: ক্যাপিটল হামলার জের, আমেরিকার ইতিহাসে প্রথম প্রসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ইমপিচ হলেন ডোনাল্ড ট্রাম্প

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, করোনাকে হারিয়ে এতদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৩ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬০৩টি। করোনাকে হারিয়ে দেশে সুস্থতার হার ৯৬.৫১ শতাংশ। অন্যদিকে মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। ১৩ জানুয়ারি পর্যন্ত দেশে ১৮কোটি ৪২ লক্ষ ৩২ হাজার ৩০৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গতকাল সারাদিনে মোট ৭ লাখ ৪৩ হাজার ১৯১টি নমুনার কোভিড টেস্ট করিয়েছে আইসিএমআর। কেরালা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে দৈনিক আক্রান্তের ৭০ শতাংশের খবর মিলছে। বহু প্রতীক্ষিত করোনা প্রতিষেধকের টিকাকরণ শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি শনিবার থেকে। মূলত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এই মর্মে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১.১ কোটি কোভিশিল্ড সরকারের হাতে এসেছে। এর ডোজ প্রতি দাম পড়ছে ২০০ টাকা। অন্যদিকে ৫৫ লাখ কোভ্যাক্সিনের প্রতিষেধক সরকারের কাছে এসেছে। যার প্রতি ডোজের মূল্য ২০৬ টাকা।